জাতীয়

প্রতি জেলায় আয়নাঘর বানিয়েছে সরকার: রিজভী

ঢাকা, ২৭ আগস্ট – বিরোধীদলের নেতাকর্মীদের নির্যাতনের জন্য সরকার জেলায় জেলায় ‘আয়না ঘর’ তৈরি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, যত কিছুই করেন না কেনো জনতার উত্তাল স্রোতে সেই আয়না ঘর তুলার মতো উড়ে যাবে। জনগণ রাস্তায় নামতে শুরু করেছে। কোন দিকে পালাবেন সেই রাস্তা খুঁজে বের করুন।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে সকল নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদ এবং বিএনপির খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ জাতীয় দল আয়োজিত এক প্রতিবাদ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, কয়েকদিন আগে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন- ‘বিএনপির মিছিলে পুলিশ আর বাধা দিবেনা’। কিন্তু আমরা দেখছি তার উল্টো। ওই বক্তব্যের পরপরই হামলার মাত্রা আরো বেড়ে গেছে।

তিনি আরও বলেন, মুন্সীগঞ্জের শ্রীনগর, ফেনী, টাঙ্গাইল, ঠাকুরগাঁও, পটুয়াখালী, গাজীপুর রক্তাক্ত হচ্ছে। পুলিশ দাঁড়িয়ে থেকে আওয়ামী লীগ, ছাত্রলীগ-যুবলীগের দ্বারা এসব করছে। এই হলো আওয়ামী লীগ ও শেখ হাসিনার শাসন। কেউ যদি শেখ হাসিনার কথা বিশ্বাস করে তবে তারা বিভ্রান্তির মধ্যে বাস করছে।

রিজভী বলেন, নির্বাচন কমিশন ও ভোটকে আইসিইউতে পাঠিয়েছে সরকার। গণতন্ত্রকে লাইফ সাপোর্টে পাঠিয়েছে। তারা এখন নিরঙ্কুশ স্বাধীনতা ভোগ করছে। তবে ১৮ কোটি মানুষের দেশে আবারো ভোট ডাকাতি করে ক্ষমতায় যাওয়ার দু:স্বপ্ন আর পূরণ হবে না।

সংগঠনের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।

সূত্র: সমকাল
আইএ/ ২৭ আগস্ট ২০২২

Back to top button