৫২-তে শেষ হচ্ছে ‘কুলেজ’, আসছে নতুন সিজন
ঢাকা, ২৭ আগস্ট – কলেজ পড়ুয়া কয়েকজন ছেলেমেয়ের যাপিত-জীবন নিয়ে নির্মিত সিরিজ ‘কুলেজ’। চলতি বছরের ১৪ মার্চ থেকে দেশের অন্যতম ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ বিডি এবং বঙ্গ বুম নামের ইউটিউব চ্যানেলে ধারাবাহিকভাবে প্রচার হচ্ছে এটি। ২৯ আগস্ট প্রচার হবে সিরিজটির প্রথম সিজনের শেষ পর্ব।
মোট ৫২ পর্বের এই সিরিজটি ভালোই জনপ্রিয়তা পেয়েছে, বিশেষকরে কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের কাছে এটি ব্যাপক জনপ্রিয়তা পায়। কারণ, এর গল্পে উঠে এসেছে তাদের ক্যাম্পাস ও ব্যক্তি জীবনের নানা ঘটনা। সেই সূত্রে এরই মধ্যে সিরিজটির ২য় সিজন তৈরির উদ্যোগ নিয়েছেন নাট্যকার-নির্মাতা শেখ নাজমুল হুদা ঈমন। থাকছে নতুন চমক। যা শিগগিরই ঘোষণা দেবেন এই তরুণ নির্মাতা।
তবে প্রথম সিজন সফলভাবে শেষ হতে চলেছে, এই ভেবে খানিক উচ্ছ্বসিত ঈমন। বলেন, ‘এসএসসি পাশ করে কলেজ জীবনে এসে হঠাৎ স্বাধীনতা পাওয়া কয়েকজন শিক্ষার্থীকে ঘিরে এই গল্পের প্লট তৈরি করেছিলাম। কারণ, এমন প্লট নিয়ে সিরিজ করার উদাহরণ এখানে খুব একটা দেখি না। আমি চেয়েছি, সিরিজটির মাধ্যমে কলেজ জীবনের নানা বাস্তবতা তুলে ধরতে। যেমন প্রেমে পড়া, ভুল করে নেশাদ্রব্যে আসক্ত হওয়া, গ্রুপিং-লবিং, মারামারিতে জড়িয়ে পড়ার ঘটনাগুলো আনার চেষ্টা করেছি। প্রথম সিজন করে আমি ও আমার পুরো টিম খুবই হ্যাপি। ইচ্ছা আছে নতুন সিজনে আরও বাড়তি কিছু দেওয়ার। সেই প্রস্তুতিটাই চলছে এখন।’
‘কুলেজ’ ধারাবাহিকটি মূলত সিটকম (সিচুয়েশনাল কমেডি) ঘরানার। তাই প্রচুর হাস্যরসাত্মক ঘটনাও রয়েছে এতে। সিরিজটির সিজন-১ এর শেষ তিন পর্বে দেখা গেছে সজিব তথা অ্যালেন শুভ্রর জন্মদিন উপলক্ষে তার বাগানবাড়িতে স্টে-ওভার করতে আসে সব বন্ধুরা। সেখানেই ঘটে যায় কিছু অপ্রত্যাশিত দুর্ঘটনা। এর মাধ্যমে পরিচালক আভাস দিতে চেয়েছেন, হয়তো এসব ঘটনার জের ধরে সিজন-২ তে ফ্রেন্ড সার্কেলের মধ্যে নানা ধরনের বিভেদ সৃষ্টি হতে যাচ্ছে। যার মূল রেশ পাওয়া যাবে ২৯ আগস্ট ৫২তম পর্বে।
সিরিজের বিভিন্ন চরিত্রে অ্যালেন শুভ্র ছাড়াও অভিনয় করেছেন সাব্বির অর্নব, আরশ খান, সুজন হাবিব, জান্নাতুল সুমাইয়া হিমি, শাহবাজ সানি, লামিমা লাম, অন্বেশা, শরীফ আজম, মাসুম রেজওয়ান, শহিদুজ্জামান সেলিম, রোজি সিদ্দিকী, কচি খন্দকার, ইশতিয়াক আহমেদ রুমেল, রিফাত চৌধুরী, সৈয়দ গোলাম সরোয়ার, রকি খান, সাগর হুদা, শাহিন মৃধা, রকি খান, মিলি বাশার, জেরিন খান রত্না, শেখ স্বপ্না, লিজা খানম, মাইমুনা ফেরদৌস মম, ইলমা চৌধুরী, মোনালিসা দীপা, আনিলা তাবাসসুম হৃদি, সেগুফতা আহমেদ, সৈয়দ বোরহান, এস এস জায়ান, রিগান সোহাগ রত্ন, ফারজাদ জুলফিকার, সিফাত আমিন শুভ, কাউসার আহমেদ, ফজলে রাব্বিসহ অনেকেই।
সিরিজটির নির্বাহী প্রযোজনায় আছেন কে এইচ শাফায়েত হোসাইন রনি। রচয়িতা-নির্মাতা শেখ নাজমুল হুদা ঈমন জানান, আসছে ডিসেম্বর মাসেই ‘কুলেজ’ সিরিজের সিজন-২ প্রচারের লক্ষ্য নিয়ে প্রস্তুতি নিচ্ছে পুরো ইউনিট। যার শুটিং শুরু করবেন অক্টোবর থেকে।
আইএ/ ২৭ আগস্ট ২০২২