‘অভিন্ন ৬ নদীর পানিবণ্টন নিয়ে ঐকমত্য হয়েছে ঢাকা-দিল্লি’
ঢাকা, ২৭ আগস্ট – পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, পানিবণ্টন নিয়ে অভিন্ন ৬ নদীর বিষয়ে ঐকমত্য হয়েছে ঢাকা-দিল্লির। তিস্তা চুক্তির বিষয়ে দ্রুত সমাধানের ফের আশ্বাস দিয়েছে ভারত। কুশিয়ারা নিয়ে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানান তিনি।
শুক্রবার (২৬ আগস্ট) দিল্লিতে যৌথ নদী কমিশনের বৈঠক শেষে ঢাকায় ফিরে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।
পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেন, তিস্তায় আশ্বাস ছাড়াও কুশিয়ারা নিয়ে আলোচনা ফলপ্রসূ হয়েছে। আগামী সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় এই চুক্তি স্বাক্ষর হবে। এছাড়াও অভিন্ন নদী গঙ্গা, তিস্তা, মুনু, মুহুরী, খোয়াই, গোমতী, ধরলা, দুধকুমারে পানি বণ্টন নিয়েও আলোচনা হয়। সিদ্ধান্ত হয় আরও কয়েকটি অভিন্ন নদীর পানিবণ্টন নিয়ে চুক্তির জন্য নদীর তথ্য-উপাত্ত আদান-প্রদান করার।
এছাড়া বন্যা সংক্রান্ত তথ্য বিনিময়, নদীর তীর রক্ষণাবেক্ষণ, অভিন্ন অববাহিকা ব্যবস্থাপনা, ভারতীয় আন্তঃনদী সংযোগ প্রকল্পের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
বাংলাদেশ-ভারত ঐতিহাসিক গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ ২০২৬ সালে শেষ হবে। তাই দিল্লির এবারের বৈঠকে আলোচনা হয়েছে গঙ্গা চুক্তির নবায়ন নিয়েও।
এর আগে, মঙ্গলবার (২৩ আগস্ট) যৌথ নদী কমিশনের সচিব পর্যায়ের এক বৈঠক হয়। ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশন তিন দশকেরও বেশি সময় ধরে কাজ করছে। শেষ বৈঠক হয়েছিল প্রায় ৪ বছর আগে।
সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ২৭ আগস্ট ২০২২