জাতীয়

২ মাসে পদ্মা সেতুতে যত টাকা টোল আদায় হলো

মাদারীপুর, ২৬ আগস্ট – গত ২৫ জুন উদ্বোধনের পরদিন থেকে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় স্বপ্নের পদ্মা সেতু। উদ্বোধন পর থেকে গত দুই মাসে পদ্মা সেতুতে কত টানা টোল আদায় হয়েছে তা জানিয়েছেন সেতু বিভাগের প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ ফেরদৌস।

শুক্রবার (২৬ আগস্ট) সন্ধ্যায় গণমাধ্যমকে তিনি জানান, ২৬ জুন থেকে ২৫ আগস্ট পর্যন্ত প্রতিদিন গড়ে পদ্মা সেতু দিয়ে যান পারাপার হয়েছে প্রায় ১৭ হাজার ২১৩টি। আর টোল আদায় হয়েছে ১৩৮ কোটি ৮৪ লাখ ৩ হাজার ৮৫০ টাকা।

পদ্মা সেতুতে যান চলাচলের প্রথম দিনে টোল আদায় হয়েছিল দুই কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা। জুনের ৫ দিনে আয় হয় ১০ কোটি ১৪ লাখ ১ হাজার ৮৫০ টাকা।

জুলাই মাসে আয় হয় ৭৮ কোটি ৫০ লাখ ১৯ হাজার ৪০০ টাকা। এ ছাড়া চলতি আগস্টের ২৫ দিনে আয় হয়েছে ৫০ কোটি ১৯ লাখ ৮২ হাজার ৬০০ টাকা।

উল্লেখ্য, ৮ জুলাই পদ্মা সেতু দিয়ে একদিনে সর্বোচ্চ আয় হয়েছে ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা।

সূত্র: আরটিভি
এম ইউ/২৬ আগস্ট ২০২২

Back to top button