জাতীয়

ওয়াসার ৮ উপসহকারী প্রকৌশলীকে বদলি

ঢাকা, ২৬ আগস্ট – ঢাকা ওয়াসার ৮ উপ-সহকারী প্রকৌশলীকে কর্তৃপক্ষের কাজের স্বার্থের কথা জানিয়ে বিভিন্ন জোন, বিভাগ ও প্রকল্পে বদলি করেছে ঢাকা ওয়াসা। শুক্রবার ঢাকা ওয়াসা সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা ওয়াসার সচিব প্রকৌশলী শারমিন হক আমীর এ বিষয়ে এক অফিস আদেশ জারি করে তাদের বদলি করেন।
তিনি জানান, বদলি করার আগে ওই ৮ উপ-সহকারী প্রকৌশলী ওয়াসার প্রশাসন বিভাগ ১ -এ দায়িত্বে ছিলেন। কর্তৃপক্ষের কাজের স্বার্থে এ বদলির আদেশ জারি করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে।

রাইফুল ইসলামকে মডস জোন ৬, রিক্তা আক্তারীকে মডস জোন ৯, রাফেজ আহমেদকে সিএম বিভাগ, রাইহান আলীকে সংগ্রহ বিভাগ ২, মেহেদী হাসানকে পদ্মা (যশলদিয়া) পানি শোধনাগার প্ল্যান্ট, ফয়সাল আহমেদকে ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই প্রকল্প, আল আমিন মোস্তফাকে মডস জোন ৪ ও ইমামুল ইসলামকে মডস জোন ৮-এ বদলি করা হয়েছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৬ আগস্ট ২০২২

Back to top button