দেশে দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে: গোলাম আকবর
চট্টগ্রাম, ২৬ আগস্ট – দেশে চরম অথনৈতিক সংকট বিরাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার।
তিনি বলেছেন, সরকার অহেতুক জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। বিদ্যুতের দাম বাড়িয়েছে। চাল, ডাল থেকে শুরু করে সব ধরনের নিত্যপণ্যের দাম হু হু করে বাড়ছে। মানুষ আজ অর্ধাহারে দিন কাটাচ্ছে। সরকার দেশকে ফতুর করে দিয়েছে। দেশে দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে।
শুক্রবার (২৬ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারিতে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত প্রতিবাদ মিছিল পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন।
দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, খুন, গুম, ডিজেল-গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গোলাম আকবর খোন্দকার বলেন, সরকারের আরেকটি আজ্ঞাবহ নির্বাচন কমিশন আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেড়শ আসনের ভোট ইভিএমে করার ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে আরেকটি প্রহসনের নির্বাচন করার প্রস্তুতি চলছে। জনগণ ইভিএম চায় না। আগামীতে খালেদা জিয়ার নেতৃত্বে গণআন্দোলনের মুখে এই সরকারকে পতন ঘটানো হবে। এজন্য ভেদাভেদ ভুলে সারাদেশে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।
সমাবেশের প্রধান বক্তা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল বলেন, খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে এবং তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। গ্যাস, বিদ্যুৎ সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে। এ সময় তিনি ভোলায় জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আবদুর রহিম নিহতের ঘটনায় তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং দোষীদের শাস্তির দাবি জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও হাটহাজারী বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ। পৌরসভা বিএনপির সভাপতি জাকির হোসেনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়া, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ইউনুস চৌধুরী, নুরুল আমিন, উত্তর জেলা বিএনপির সদস্য আযম খান, অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, আবু আহমেদ হাসনাত, সেলিম চেয়ারম্যান, ডা. রফিকুল আলম, উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদুল আলম চৌধুরী মুরাদ, উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, উত্তর জেলা মৎস্যজীবী দলের সভাপতি শফিউল আলম চৌধুরী, উত্তর জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, হাটহাজারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস চেয়ারম্যান, হাটহাজারী পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক অহিদুল আলম, শুক্কুর মেম্বার, উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক এইচ এম নুরুল হুদা, জাসাস উত্তর জেলার সভাপতি সাইফুল ইসলাম টুটুল, শাখাওয়াত হোসেন শিমুল, আকবর আলী, ফখরুল হোসেন, নুরুল কবির তালুকদার, তকিবুল হাসান চৌধুরী, মুসলিম চৌধুরী, আইয়ুব খান, মো. ইউসুফ, কামাল উদ্দিন, রহমত উল্লাহ মেম্বার, ওসমান গণি, সাইফুল, ডা. আবুল খায়ের, সালাউদ্দিন আলী, হাকিম উদ্দিন, জয়নাল উদ্দিন, মো. ইসমাইল প্রমুখ।
সূত্র: জাগোনিউজ
আইএ/ ২৬ আগস্ট ২০২২