খুলনা

ট্রাকচাপায় ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

খুলনা, ২৬ আগস্ট – খুলনায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে ফুলতলা উপজেলার রাড়িপাড়া হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফুলতলা উপজেলার বেগুনবাড়িয়া গ্রামের মোশারেফ শেখের ছেলে মিনহাজ হাসান রাজ (১৭) ও অভয়নগর উপজেলার তালতালা সিরাজকাটি গ্রামের রাজিবুল ইসলাম সর্দারের ছেলে তাজবিকুর রহমান শাহাত (১৮)।

ফুলতলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইলিয়াস তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানান, বৃহস্পতিবার রাতে মোটরসাইকেল আরোহী দুই তরুণ ফুলতলা থেকে নওয়াপাড়ার দিকে যাচ্ছিলেন। তাদের মোটরসাইকেল রাড়িপাড়া অতিক্রম করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা খুলনাগামী একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। তাদের চাপা দিয়ে ট্রাকটি চলে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরে চালক ও হেলপার ট্রাক ফেলে পালিয়ে যান।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৬ আগস্ট ২০২২

Back to top button