ময়মনসিংহ

ধর্ষণ মামলায় ছাত্রদল নেতা কারাগারে

ময়মনসিংহ, ২৬ আগস্ট – ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গামারীতলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতিকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে জেলা চিফ জুডিসিয়াল আদালতে তোলা হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দেওয়ান মনিরুজ্জামান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

চিফ জুডিসিয়াল আদালতের পরিদর্শক প্রসুন কান্তি দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার মাসুদ রানা জনি উপজেলার গামারীতলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি। তিনি পূর্ব গামারীতলা গ্রামের মতিউর রহমানের ছেলে এবং কলসিন্দুর বাজারে মোবাইল সার্ভিসিং কাজ করেন।

মামলার বরাত দিয়ে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা টিপু সুলতাল বলেন, মাসুদ রানা জনি কলসিন্দুর বাজারে মোবাইল সার্ভিসিংয়ের কাজ করেন। ২৩ আগস্ট দুপুরে স্থানীয় স্বামী পরিত্যক্তা এক নারী তার দোকানে মোবাইল সার্ভিসিং করাতে যান। এ সময় বিদ্যুৎ চলে গেলে ওই নারীকে জনি ধর্ষণ করেন।

ওসি আরও বলেন, বুধবার দিনগত রাতে ওই নারী বাদী হয়ে ধোবাউড়া থানায় মামলা করেন। ওই দিন রাতেই অভিযান চালিয়ে জনিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৬ আগস্ট ২০২২

Back to top button