ফেনী
ছাগলনাইয়ায় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
ফেনী, ২৫ আগস্ট – ফেনীর ছাগলনাইয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার মহামায়া ইউনিয়নের উত্তর সতর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই ভাই-বোন হলো, আট বছর বয়সী তানহা ও সাত বছর সয়সী তামিম।
নিহতের স্বজনরা জানান, তানহা ও তামিম আজ দুপুরে বাড়ির পাশের একটি পুকুর পাড়ে খেলতে যায়। এক পর্যায়ে সেখানে তাদেরকে দেখতে না পেয়ে স্বজনরা বিভিন্ন স্থানে খুঁজতে থাকেন। পরে পুকুরের পানিতে তাদের ভাসতে দেখতে পান।
সেখান থেকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, দুই শিশু পুকুরের পানিতে ডুবে মারা যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৫ আগস্ট ২০২২