বলিউড

‘কবীর সিং’-এর সেটে শাহিদকে চড় মারতে চেয়েছিলেন কিয়ারা

মুম্বাই, ২৫ আগস্ট – ‘কবির সিং’ সিনেমা দিয়েই পর্দায় জুটি বেঁধেছিলেন জনপ্রিয় বলিউড অভিনেতা শহিদ কাপুর ও অভিনেত্রী কিয়ারা আদভানি। দক্ষিণী ছবির রিমেক হলেও বলিউডে বেশ প্রশংসিত হয়েছিল সেই ছবি। সেই সঙ্গে এই জুটির রসায়নও দর্শক বেশ পছন্দ করেছিল।

কিন্তু সেই ‘কবির সিং’ সিনেমার সেটে নাকি শহিদকে চড় মারতে চেয়েছিলেন কিয়ারা। সম্প্রতি করণ জোহরের টক শো ‘কফি উইথ করণ’-এ এসে এমন কথাই জানিয়েছেন এই অভিনেত্রী।

ভারতের একাধিক গণমাধ্যম জানিয়েছে, সম্প্রতি করণ জোহরের টক শো ‘কফি উইথ করণ’ এর পরবর্তী পর্বে দেখা যাবে কিয়ারাকে। এর আগের পর্বটির একটি প্রোমো প্রকাশ পেয়েছে। সেখানেই শহিদকে নিয়ে বেশ কিছু রহস্য ফাঁস করেছেন কিয়ারা।

এর মধ্যে একটি ‘কবির সিং’ সিনেমার সেটে এই নায়িকাকে আট ঘণ্টা অপেক্ষা করিয়েছিলেন শহিদ। আর এর আট ঘণ্টা অপেক্ষা করায় কিয়ারা স্বাভাবিকভাবে সেটি নিয়ে ভীষণ বিরক্ত হন। মনে মনে শহিদকে চড় মারার কথাও ভেবেছিলেন তিনি।

অনুষ্ঠানে কিয়ারার সঙ্গে শহিদ কাপুরও উপস্থিত ছিলেন। আজ বৃহস্পতিবার ডিজনি প্লাস হটস্টারে ‘কফি উইথ করণ’-এ তাদের এই পর্বটি সম্প্রচারিত হবে।

আইএ/ ২৫ আগস্ট ২০২২

Back to top button