দক্ষিণ এশিয়া

এনডিটিভি কিনছেন আদানি

নয়াদিল্লি, ২৫ আগস্ট – ভারতের অন্যতম পুরোনো এবং প্রতিষ্ঠানবিরোধী বলে পরিচিত এনডিটিভির নিয়ন্ত্রণ পেতে চলেছে ধনকুবের গৌতম আদানির কোম্পানি। পরোক্ষভাবে তারা এনডিটিভির ২৯ শতাংশ শেয়ারের মালিকানা পাওয়ার দাবি করেছে এবং আরও ২৬ শতাংশ শেয়ার কেনার প্রস্তাব দিয়েছে। ফলে মঙ্গলবার সন্ধ্যা থেকে ভারতের মিডিয়া জগৎ এ খবর নিয়ে উত্তাল- আদানি কি প্রণয় ও রাধিকা রায়ের এনডিটিভি কিনে নিতে চলেছে?
গৌতম আদানির সংস্থা আদানি গ্রুপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপির ঘনিষ্ঠ বলে বিরোধীরা হামেশাই অভিযোগ করে। মোদি ক্ষমতায় আসার পর থেকে তাদের রকেট গতিতে উত্থান হয়েছে বলেও বিরোধীদের দাবি। এ অবস্থায় আদানি গোষ্ঠীর হাতে যদি এনডিটিভি চলে যায়, তাহলে শেষ পর্যন্ত তারা প্রতিষ্ঠান বিরোধিতা, বিশেষ করে কেন্দ্রীয় সরকার ও বিজেপিবিরোধী খবর থেকে সরে আসবে বলে আশঙ্কা করা হচ্ছে।

গতকাল বুধবার এনডিটিভি তাদের ওয়েবসাইটে জানায়, রাধিকা ও প্রণয় রায়ের সঙ্গে কোনো আলোচনা না করেই বিশ্বপ্রধান কমার্শিয়াল প্রাইভেট লিমিটেড জানিয়েছে, তারা আরআরপিআরের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। তাই আরআরপিআরের কাছে থাকা এনডিটিভির ২৯ দশমিক ১৯ শতাংশ শেয়ার যেন দুই দিনের মধ্যে তাদের হস্তান্তর করে দেওয়া হয়। এনডিটিভি বুধবার সকালেই বিষয়টি জানতে পারে। তাদের সঙ্গে কোনোরকম আলোচনা না করেই এই কাজ করা হয়েছে।

প্রবীণ সাংবাদিক এবং কলকাতা প্রেস ক্লাবের সাবেক সভাপতি শুভাশিস মৈত্র বলেছেন, সংস্থার হাতবদল হতেই পারে এবং হয়ও। কিন্তু এনডিটিভির হাতবদল হলে একটা আশঙ্কা মনে আসে। এনডিটিভি হলো সেই কতিপয় মিডিয়া সংস্থার অন্যতম, যারা সরকারবিরোধী খবর করে। হাতবদলের পর কি সেই চরিত্র বদল হতে পারে? যদি হয়, তাহলে সেটা ভালো হবে না।

দীর্ঘদিন ধরে দিল্লিতে সাংবাদিকতা করা সুনীল চওকে মনে করেন, এনডিটিভি হাতছাড়া হয়ে গেলে প্রণয় রায়রা আরেকটি নতুন চ্যানেল তৈরি করতেই পারেন। প্রতিষ্ঠানবিরোধী খবরের একটা জায়গা আছে। এখন ভারতে সেই জায়গায় তেমন প্রতিযোগিতা নেই। ফলে চাইলে এনডিটিভি হারানোর ক্ষতিটা তারা পূরণ করার সুযোগও পাবেন।

সূত্র: সমকাল
এম ইউ/২৫ আগস্ট ২০২২

Back to top button