এশিয়া
শিনজো আবে হত্যার ঘটনায় জাপানের পুলিশ প্রধানের পদত্যাগ
টোকিও, ২৫ আগস্ট – হত্যাকাণ্ডের শিকার জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে না পারায় পদত্যাগ করলেন দেশটির পুলিশ প্রধান ইতারু নাকামুরা। স্থানীয় সময় বৃহস্পতিবার ( ২৫ আগস্ট) তিনি পদত্যাগের ঘোষণা দেন।
গত জুলাইতে আবেকে গুলি করে হত্যা করা হয়। পরে এই হত্যাকাণ্ড নিয়ে তদন্ত শুরু হয়। সেখানেই বলা হয়, ঘটনাস্থলে আবের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ছিল না।
সাংবাদিকদের নাকামুরা বলেন, নিরাপত্তা কর্মীদের নিয়ে নতুন করে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেই কারণেই আমি আজ জাতীয় জননিরাপত্তা কমিশনের কাছে আমার পদত্যাগপত্র জমা দিয়েছি।
এর আগে নাকামুরা এই ঘটনায় দুঃখ প্রকাশ করে জানান, আবের নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি ছিল।
সূত্র: বাংলানিউজ
এম ইউ/২৫ আগস্ট ২০২২