ক্রিকেট
ডমিঙ্গোর পদত্যাগের গুঞ্জন, কিছুই জানে না বিসিবি
ঢাকা, ২৫ আগস্ট – বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হেড কোচের পদ থেকে সরে যাচ্ছেন রাসেল ডমিঙ্গো। ক্রিকেট পাড়ায় এমনই গুঞ্জন উঠেছে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, এ ব্যাপারে তারা কিছুই জানে না।
জানা যায়, বাংলাদেশি একটি সংবাদমাধ্যমকে দক্ষিণ আফ্রিকা থেকে চাকরি ছেড়ে দেওয়ার ব্যাপারে ফোনে জানিয়েছেন ডমিঙ্গো। যদিও বিসিবি ডমিঙ্গোর কাছ থেকে পদত্যাগপত্র পায়নি বলে জানায়।
সম্প্রতি ডমিঙ্গোর শক্তি খর্ব করে দেয় বিসিবি। বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন সংবাদ মাধ্যমকে জানান টি-টোয়েন্টি দলের কোচ থাকছেন না তিনি। ফলে এশিয়া কাপে তাকে ছাড়াই দুবাই সফরে যায় বাংলাদেশ।
এছাড়া ডমিঙ্গোর সঙ্গে ক্রিকেটার ও অন্য কোচিং স্টাফদের সঙ্গেও নাকি সম্পর্ক ভালো যাচ্ছে না বলে খবর ওঠে।
সূত্র: আমাদের সময়
এম ইউ/২৫ আগস্ট ২০২২