জাতীয়

রাত ১২টায় ফার্মেসি বন্ধের সিদ্ধান্তে স্বাস্থ্যমন্ত্রীর বিস্ময়

ঢাকা, ২৫ আগস্ট – বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে রাত ১২টার পর ওষুধের দোকান বন্ধের সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। এ সময়ে এ সিদ্ধান্তের বিষয়ে জানেন না বলেও জানান তিনি।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ বিষয়ে তাকে অবগত করলে স্বাস্থ্যমন্ত্রী বিস্ময় প্রকাশ করেন। পরে মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, ‌রাত ১২টার পর ফার্মেসি বন্ধ রাখার বিষয়টি স্বাস্থ্যমন্ত্রী জানেন কি না তা আজ জানতে চেয়েছিলাম। এমন খবর শুনে মন্ত্রী বিস্ময় প্রকাশ করে বলেছেন, এটি তিনি জানেন না ও এই সিদ্ধান্তের বিপক্ষে দ্বিমত পোষণ করেছেন।

এর আগে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে গত ২২ সেপ্টেম্বর জাতীয় বিভিন্ন পত্রিকায় গণবিজ্ঞপ্তি দিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) জানায়, আগামী ১ সেপ্টেম্বর থেকে ডিএসসিসি আওতাধীন এলাকায় সব দোকান পাট, শপিং মল, মার্কেট, বিপণীবিতান, কাঁচাবাজার ও ব্যবসা প্রতিষ্ঠান রাত ৮টায় বন্ধ করতে হবে।

এ ছাড়া সাধারণ ওষুধের দোকান রাত ১২টায় এবং হাসপাতালের সঙ্গে সংযুক্ত নিজস্ব ওষুধের দোকান রাত ২টার মধ্যে বন্ধ করতে হবে বলেও গণবিজ্ঞপ্তিতে জানানো হয়।

সূত্র: আমাদের সময়
এম ইউ/২৫ আগস্ট ২০২২

Back to top button