সিলেট

ছুরিকাঘাতে এনজিও কর্মকর্তা খুন

সিলেট, ২৫ আগস্ট – সিলেটের দক্ষিণ সুরমা রেলওয়ে স্টেশন এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (৪০) নামে এক ব্যক্তি হত্যার শিকার হয়েছেন। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা সীমান্তিকে চাকরি করতেন। তার বাড়ি ভোলা জেলার শ্যামপুরে।

বুধবার রাতে দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বর থেকে রেলওয়ে স্টেশনের আসার পথে তাকে ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল হাসান তালুকদার বলেন, ‘আনোয়ার হোসেন রাতে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।’

ওসি আরও জানান, নিহত আনোয়ার হোসেন সীমান্তিকের ব্রাহ্মণবাড়িয়া অফিসে চাকরি করতেন। অফিসের কাজে তিনি সিলেট এসেছিলেন। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সূত্র: বাংলা ট্রিবিউন
আইএ/ ২৫ আগস্ট ২০২২

Back to top button