ঢাকা

হরতালে বামের মিছিলে পুলিশি বাধা

ঢাকা, ২৫ আগস্ট – জ্বালানি তেল, ইউরিয়া সার, খাদ্যসহ নিত্যপণ্য ও পরিবহনের ভাড়া কমানো এবং বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া বন্ধের দাবিতে বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস হারতাল চলছে।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) অর্ধদিবস হরতালের সমর্থনে সকালে রাজধানীর শাহবাগে ঝটিকা মিছিল বের করে বাম গণতান্ত্রিক জোট।

তবে মিছিল বের করার পরপরই তাতে পুলিশ বাধা দেয়।
এসময় পুলিশ এবং বাম জোটের নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি এবং হাতাহাতির ঘটনাও ঘটে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। মিছিলে বাম জোটের ১৫-২০ জন নেতাকর্মী অংশ নেন। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মিছিল বের করেন তারা।

এ বিষয়ে শাহবাগ থানা কর্তৃপক্ষ জানায়, বাম জোটের ঝটিকা মিছিলে পুলিশ বাধা দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুলিশ কাউকে আটক করেনি।

সূত্র: বাংলানিউজ
আইএ/ ২৫ আগস্ট ২০২২

Back to top button