বিজ্ঞান ও প্রযুক্তি

আইফোন-১৪ তৈরি হবে ভারতে

বিশ্বখ্যাত এপল কোম্পানির আইফোন তৈরি হয়ে থাকে চীনে। তবে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈরী সম্পর্কের জেরে দেশটি থেকে আইফোন ১৪ উৎপাদন কমিয়ে দেবে কোম্পানিটি। খবর রয়টার্স।

যুক্তরাষ্ট্রের সঙ্গে শি চিনপিংয়ের প্রশাসনের রাজনৈতিক উত্তেজনার কারণে বিকল্প হিসেবে ভারতে আইফোন-১৪ উৎপাদন করার পরিকল্পনা করেছে অ্যাপল। তবে চীনে উৎপাদনের ব্যাপারে অনেকে যেভাবে একবারেই বন্ধ হয়ে যাওয়ার ধারণা করেছিল, তেমনটি নয়। সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, ভারতে উৎপাদন বাড়াতে এবং নতুন আইফোন উৎপাদনের সময়ের ব্যবধানকে আগের থেকে ছয় কিংবা ৯ মাস কমাতে সরবরাহকারীদের সঙ্গে কাজ করছে কম্পানিটি। এত দিন পর্যন্ত চীনের বাজারে আইফোনের নতুন কোনো সংস্করণ আসার ৬ থেকে ৯ মাস পরে ভারতে উৎপাদিত হতো ফোনগুলো।

বর্তমানে তিনটি প্রতিষ্ঠানের মাধ্যমে ভারতে আইফোন তৈরি করে ‘অ্যাপল’। ওই তিন প্রতিষ্ঠান ইতোমধ্যে পরিকল্পনা করেছে চীন থেকে আরও দ্রুত আইফোনের যন্ত্রাংশ আমদানি করার। যন্ত্রাংশ এসে গেলেই চেন্নাইয়ের কারখানায় তৈরি হবে আইফোন ১৪। সেপ্টেম্বরের শুরুতে বিশ্ববাজারে আসতে পারে ফোনটি।

আইএ/ ২৪ আগস্ট ২০২২

Back to top button