ঢাকা

মায়ের অনাগ্রহে পরিবারে ফেরা হলো না সুকন্যার

ঢাকা, ২৪ আগস্ট – নিখোঁজের দুই মাস পর খোঁজ মিললেও মায়ের অনাগ্রহে পরিবারে ফেরা হলো না কলেজছাত্রী ইয়াশা মৃধা সুকন্যার। মঙ্গলবার একটি বেসরকারি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার মাধ্যমে প্রকাশ্যে আসেন সুকন্যা। জানান নিখোঁজ হওয়ার কারণ।

তবে খোঁজ মেলার পরও মায়ের অনাগ্রহে দেখা হলো না তাদের। মেয়েকে নিতে না আসায় সুকন্যাকে ডিবির ভিকটিম সাপোর্ট সেলে হস্তান্তর করা হয়।

ইয়াশা মৃধা সুকন্যা বলেন, আমি চাই, প্রত্যেকটা বাবা মা যেন তাদের সন্তনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে। যেন ভবিষ্যতে তাদেরে এরকম পরিস্থিতিতে পড়তে না হয়। আমার মতো সুকন্যা যেন আর কেউ না হয়।

গত ২৩ জুন নিখোঁজ হন সিদ্ধেশরী কলেজের ছাত্রী ইয়াশা মৃধা সুকন্যা। পরে তার মায়ের করা মামলায় সুকন্যার বন্ধু সালমান ও চিশতিকে গ্রেপ্তার করা হয়।

সূত্র: ঢাকাটাইমস
এম ইউ/২৪ আগস্ট ২০২২

Back to top button