ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৬৫ জন হাসপাতালে
ঢাকা, ২৪ আগস্ট – ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৬৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১২৫ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ৪০ জন।
বুধবার (২৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এর আগে, মঙ্গলবার ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৫৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১০৭ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ৪৬ জন।
এতে বলা হয়, দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৫২১ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৪৩৭ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ৮৪ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে।
চলতি বছর এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৪ হাজার ৯৩৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪ হাজার ৩৯৭ জন। এ ছাড়া চলতি বছরে ডেঙ্গুতে এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। এর মধ্যে মৃত্যু হয় ১০৫ জনের।
সূত্র: আরটিভি
এম ইউ/২৪ আগস্ট ২০২২