গাইবান্ধা

জামিন পাওয়ার পর আদালত চত্বরে প্রাণ গেলো আসামির

গাইবান্ধা, ২৩ আগস্ট – গাইবান্ধায় আদালত চত্বরে তাহের মাবুদ নামে এক আসামির মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলের দিকে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে সাঘাটা উপজেলার পবনতাইড় গ্রাম থেকে জমি সংক্রান্ত মামলায় মৃত তমিজ উদ্দিনের ছেলে তাহের মামুদ, তার দুই ছেলে ফারুক ও সাদ্দাম এবং পুত্রবধু আনোয়ারা বেগমকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার সকালে তাদের আদালতে পাঠানো হয়।

আদালতের বিচারক দুপুরের দিকে তাদের ৪ জনের জামিন মঞ্জুর করেন। জামিনের পরপরই বিকাল ৩টার দিকে তাহের মামুদ অসুস্থ হয়ে পড়েন। এ সময় বিকাল সাড়ে তিনটার দিকে তাকে গাইবান্ধা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাইবান্ধা জেলা হাসপাতালে তত্ত্বাবধায়ক মাহবুব হোসেন জানান, হাসপাতাল চিকিৎসার জন্য আনলে তাহের মামুদকে মৃত পাওয়া যায়। ময়নাতদন্ত করলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৩ আগস্ট ২০২২

Back to top button