ঢালিউড

অবশেষে শিল্পী সমিতিতে মাহির অভিযোগ

মীর শাকিল

ঢাকা, ২৩ আগস্ট – দীর্ঘ সময় পর ‘আশীর্বাদ’ সিনেমার মাঝে আবারো অভিনয় জগতে ফিরেছেন অভিনেত্রী মাহিয়া মাহি। কিন্তু সিনেমাটি মুক্তির আগেই সহ-প্রযোজক তাহেরা ফেরদৌস জেনিফারের সঙ্গে বিবাদে জড়ান মাহি। এর জেরে ‘আশীর্বাদ’ সিনেমার সহ-প্রযোজক তাহেরা ফেরদৌস জেনিফারের বিরুদ্ধে আজ চলচ্চিত্র শিল্পী সমিতিতে মঙ্গলবার অভিযোগপত্র জমা দিয়েছেন।

সেখানে সহ-প্রযোজক তাহেরা ফেরদৌস জেনিফারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন তিনি। অভিযোগপত্রে মাহিয়া মাহি জানিয়েছেন , আমি ২০১২ সাল থেকে সম্মানের সঙ্গে কাজ করে যাচ্ছি। সম্প্রতি ‘আশীর্বাদ’ সিনেমার প্রযোজক তাহেরা ফেরদৌস জেনিফার আমার বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা অভিযোগ এনে বাজে মন্তব্য করে যাচ্ছেন। যেসব মন্তব্য ইতোমধ্যেই ইউটিউবসহ সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমে ভাইরাল হয়েছে। সেই সঙ্গে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করার হুমকিও দিচ্ছেন তারা। অভিযোগপত্রে তিনি আরও লিখেন, প্রযোজক জেনিফারের এই সব উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য ও জিঘাংসামূলক কর্মকাণ্ডে আমি বিব্রত। এতে আমার মানহানি হচ্ছে। শুধু তাই নয়, তার এই সব বক্তব্যে জনমনে শিল্পীদের সম্পর্কে নেতিবাচক মনোভাব পরিলক্ষিত হচ্ছে। এটা সকল চলচ্চিত্র শিল্পীদের ইমেজকেই ক্ষুণ্ণ করছে। আমাকে হেয় করাসহ জেনিফার ফেরদৌসের এইসব বিতর্কিত কর্মকাণ্ডের প্রতিবাদ জানাচ্ছি।

প্রসঙ্গত, ‘আশীর্বাদ’ সিনেমা ‍মুক্তির আগেই নায়িকা মাহিয়া মাহির ওপর রেগে আগুন সিনেমার প্রযোজক জেনিফার ফেরদৌস। নায়ক রোশানের ওপরও ক্ষুব্ধ তিনি। তিনি এতোটাই ক্ষুব্ধ হন যে গত ১১ আগস্ট মগবাজারের একটি রেস্তোরাঁয় নায়ক-নায়িকা ছাড়াই সিনেমা মুক্তির ঘোষণা দেন ও দোয়া চান।মাহি-রোশানকে কেন সংবাদ সম্মেলনে ডাকা হয়নি- সাংবাদিকদের এমন প্রশ্নে প্রযোজক জেনিফার বলেছিলেন, ‘আমি এই কনফারেন্স করেছি আমার সিনেমার প্রচারের জন্য। নায়ক-নায়িকার প্রচারণার জন্য আমি রাস্তায় নামিনি। এটা আমাদের অনুদানের সিনেমা। এটা আমার প্রথম সিনেমা, সংবাদ সম্মেলন করছি মূলত পুরো টিমের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আমি এখানে মাহি বা রোশানের প্রচারণা করতে আসিনি।’কথার এক পর্যায়ে এ মাহির ওপর এ প্রযোজকের ক্ষোভ প্রকাশ পায়।

এম ইউ/২৩ আগস্ট ২০২২

Back to top button