জাতীয়

আ.লীগকে মোকাবিলায় যুবদলই যথেষ্ট: টুকু

ঢাকা, ২৩ আগস্ট – জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, ‘আওয়ামী লীগকে রাজপথে মোকাবিলায় যুবদলই যথেষ্ট। সারাদেশে যুবদল, ছাত্রদলসহ বিএনপির নেতাকর্মীদের ওপর যে অত্যাচার-নির্যাতন করা হয়েছে তার হিসাব নেওয়ার সময় হয়েছে।’

মঙ্গলবার (২৩ আগস্ট) ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আয়োজনে কামরাঙ্গীরচর থানা যুবদলের এক কর্মী সভায় তিনি এসব কথা বলেন।

টুকু বলেন, ‘আওয়ামী লীগ দেশের গণতন্ত্র হরণ করেই ক্ষান্ত হয়নি, লুটপাট করে দেশের অর্থনীতিকেও দেউলিয়া করেছে। তারা মামলা-হামলা দিয়ে বিরোধী রাজনীতিকে নির্বাসনে পাঠানোর চেষ্টা করছে। কিন্তু ইতিহাস বলে একদিন তারাই নির্বাসিত হবে। জনগণের ক্ষমতার কাছে তারা টিকতে পারবে না।’

টুকু আরও বলেন, ‘এই লালবাগ-কামরাঙ্গীরচর এলাকায় বিএনপির জনপ্রিয় নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টু। তার মৃত্যুর বিচার এ মাটিতেই হবে। সেদিন আর বেশি দূরে নয়।’

যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না বলেন, ‘সরকারের পায়ের তলার মাটি সরছে। এবার আমাদের একটু ধাক্কা দিতে হবে। এজন্য নিজেদের প্রস্তুত করতে হবে। বিএনপির নেতাকর্মীরাই যথেষ্ট এ সরকারকে হটানোর জন্য।’

টুকু বলেন, ‘এ সরকার ক্ষমতায় থাকলে খালেদা জিয়ার মুক্তি মিলবে না। নেতাকর্মীদের নামে যে মামলার পাহাড় জমেছে তা থেকেও মুক্তি মিলবে না। তাই নিজেদের অস্তিত্ব রক্ষায় আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।’

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমানের সভাপতিত্বে ও শফিকুল আলম নাদিমের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন মহানগর দক্ষিণের আহ্বায়ক গোলাম মাওলা শাহীন, সদস্য সচিব খন্দকার এনামুল হক, সদস্য কামাল হোসেন, খন্দকার রফিকুল ইসলাম প্রমুখ।

সূত্র: জাগোনিউজ
আইএ/ ২৩ আগস্ট ২০২২

Back to top button