ইউরোপ
দারিয়া হত্যা জঘন্য-নিষ্ঠুর অপরাধ
মস্কো, ২৩ আগস্ট – রুশ দার্শনিক আলেকসান্দর দাগিনের মেয়ে দারিয়া দাগিনা হত্যার ঘটনায় সমবেদনা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার রুশ প্রেসিডেন্ট এ সমবেদনা প্রকাশ করেন। দাগিনা হত্যার ঘটনায় তার পরিবারের কাছে একটি বার্তাও পাঠিয়েছেন তিনি।
পুতিন তার বার্তায় বলেন, দাগিনা ছিলেন একজন উজ্জ্বল, প্রতিভাবান ব্যক্তি। তিনি সত্যিকারের রাশিয়ান হৃদয়ের অধিকারী ছিলেন। তিনি ছিলেন সদয়, স্নেহশীল, সহানুভূতিশীল ও খোলা মনের মানুষ। একটি জঘন্য, নিষ্ঠুর অপরাধ তার জীবনের অবসান ঘটিয়েছে। খবর এনডিটিভির।
দারিয়া হত্যার জন্য ইউক্রেনকে দায়ী করেছে রাশিয়া। রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) গতকাল দাবি করে, ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এ হত্যায় জড়িত।
তবে দারিয়া হত্যায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে ইউক্রেন।
সূত্র: সমকাল
এম ইউ/২৩ আগস্ট ২০২২