এশিয়া

ফিলিপাইনে দুই বছর পর স্কুল খোলার পরদিন ফের বন্ধ!

ম্য়ানিলা, ২৩ আগস্ট – করোনা মহামারির দীর্ঘ বিরতি শেষে সোমবার ফিলিপাইনের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় খোলে। কিন্তু দেশটির উত্তর অঞ্চলের কয়েকটি প্রদেশে মঙ্গলবার ফের স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

সিএনএনের খবরে বলা হয়েছে, ক্রান্তীয় ঝড়ের কারণে কর্তৃপক্ষ স্কুল বন্ধ ঘোষণা করতে বাধ্য হয়েছে।

খবর অনুসারে, ফিলিপাইনের ফ্লোরিটায় ক্রান্তিও ‘মা’ ঝড় আঘাত হানে। ঝড়ের কারণে মাকোনাকোন ও ইসাবেলা এলাকায় ভূমিধস হয়েছে।
দেশটির আবহাওয়া এজেন্সি জানিয়েছে, সব থেকে জনবহুল দ্বীপ উত্তর লুজন এলাকাজুড়ে ভারি থেকে তীব্র বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বিস্তৃত অঞ্চলজুড়ে বন্য ও ভূমিধসের সতর্কতাও করা হয়েছে। এসব কারণে রাজধানী ম্যানিলাসহ ৬ প্রদেশে মঙ্গলবার থেকে দুদিন সরকারি স্কুলসমূহ বন্ধ ঘোষণা করা হয়েছে।

সূত্র: বিডি প্রতিদিন
এম ইউ/২৩ আগস্ট ২০২২

Back to top button