জাতীয়

মেট্রোরেলের পিলারে পোস্টার লাগানোয় গ্রেফতার ১৮

ঢাকা, ২৩ আগস্ট – মেট্রোরেলের পিলারে পোস্টার লাগানোর দায়ে ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এমডি এম এ এন সিদ্দিক।

সোমবার (২২ আগস্ট) প্রবাসী কল্যাণ ভবনে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এ সময় মেট্রোরেল প্রকল্পের সার্বিক বিষয় তুলে ধরেন তিনি।

তিনি বলেন, সিটি করপোরেশন জানিয়েছে পোস্টার লাগানো বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে। এছাড়া মেট্রোরেল পরিচালনায় আলাদা পুলিশ বাহিনী গঠনের কাজও শেষ পর্যায়ে।

সূত্র: জাগো নিউজ
এম ইউ/২৩ আগস্ট ২০২২

Back to top button