ক্রিকেট

এশিয়া কাপের আগে দ্রাবিড়কে হারিয়ে কোচ সংকটে ভারত

মুম্বাই, ২৩ আগস্ট – সংকটে পড়লো ভারত। জানা গেছে ভারতের জাতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় করোনায় আক্রান্ত হয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউ রাহুল দ্রাবিড়ের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

আগামী ২৭ আগস্ট থেকে আরব আমিরাতে মাঠে গড়াবে এশিয়া কাপ। আসর শুরুর পরদিনই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের এশিয়া কাপ অভিযান। মহাদেশীয় এই প্রতিযোগিতায় অংশ নিতে এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছে গেছেন বিরাট কোহলি-রোহিত শর্মা।

ভারতের সদ্য সমাপ্ত জিম্বাবুয়ে সফরে কোহলি-রোহিতদের মতো দলের সঙ্গে ছিলেন না কোচ দ্রাবিড়ও। তার স্থানে ভিভিএস লক্ষ্মণ জিম্বাবুয়েতে দলের দায়িত্বে ছিলেন।

তবে দ্রাবিড়ের করোনায় আক্রান্ত হওয়া এবং এশিয়া কাপ মিসের ব্যাপারে এখনো বিসিসিআইয়ের তরফ থেকে এখনও কিছু জানানো হয়নি। তাই দ্রাবিড় পুরো এশিয়া কাপ মিস করতে যাচ্ছেন নাকি নির্দিষ্ট কয়েকটি ম্যাচ, সে ব্যাপারেও এখনও নিশ্চিত হওয়া যায়নি।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/২৩ আগস্ট ২০২২

Back to top button