বলিউড

মুখোমুখি কঙ্গনা-ফিল্মফেয়ার, পাল্টাপাল্টি মামলা হুমকি

মুম্বাই, ২২ আগস্ট – বিভিন্ন কর্মকাণ্ডে প্রায়ই আলোচনা-সমালোচনায় থাকেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। সম্প্রতি ফিল্মফেয়ারের বিরুদ্ধ মামলা করার কথা বলে আবারও আলোচনায় এসেছেন তিনি।

‘থালাইভি’ সিনেমার জন্য ফিল্মফেয়ার কঙ্গনাকে সেরা অভিনেত্রী মনোনীত করে। রোববার (২১ আগস্ট) কঙ্গনা জানিয়েছিলেন, ফিল্মফেয়ার সেরা অভিনেত্রীর মনোনয়ন দেওয়ায় তিনি বিরক্ত। এমনকি, ফিল্মফেয়ারের বিরুদ্ধে মামলা করার হুমকিও দেন এ অভিনেত্রী।

এ ঘটনার পরপরই সেরা অভিনেত্রীর মনোনয়ন থেকে কঙ্গনার নাম তুলে নেয় ফিল্মফেয়ার। এমনকি, মানহানির অভিযোগ এনে ফিল্মফেয়ারের তরফ থেকেও অভীনেত্রির বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি দেওয়া হয়।

রোববার কঙ্গনা নিজের ইনস্টাগ্রাম স্ট্যাটাসে লেখেন, ২০১৪ সাল থেকে অনৈতিক, দুর্নীতিগ্রস্ত ফিল্মফেয়ারকে আমি বর্জন করেছি। এরপরও আমার কাছে নিয়মিত ফোন আসছে ওদের অ্যাওয়ার্ড শো-তে যোগ দিতে।

‘আর এ বছর ওরা আমাকে ‘থালাইভি’র জন্য পুরস্কা দিতে চায়। আমি এটা ভেবে অবাক হলাম যে, ওরা আমাকে এখনও মনোনয়ন দেয়। ফিল্মফেয়ারের মতো দুর্নীতিগ্রস্ত ব্য়বস্থাকে প্রশ্রয় দেওয়া আমার মর্যাদা ও নীতিবোধকেকে খাটো করে। তাই আমি ঠিক করেছি, ফিল্মফেয়ারের বিরুদ্ধে মামলা করবো।

ফিল্মফেয়ারের তরফ থেকে পাল্টা স্ট্যাটাসে বলা হয়, কঙ্গনা আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছেন। চলচ্চিত্রের উৎকৃষ্টতাকে উদযাপন করাই ফিল্মফেয়ারের লক্ষ্য। সেক্ষেত্রে মনোনয়ন পাওয়া তারকারা অ্যাওয়ার্ড শো-তে অংশ নিলেন কিংবা পারফর্ম করলেন কী না তা দেখা হয় না।

‘আরও বলে রাখা ভালো, মিস রানাওয়াত পাঁচবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতেছেন। তারমধ্যে ২০১৫ ও ২০১৮ সালে শো-তে উপস্থিত না থেকেই পুরস্কার পেয়েছেন।’

ফিল্মফেয়ারের এমন স্ট্যাটাসের পর কঙ্গনা এক বিবৃতিতে লেখেন, শেষমেশ ফিল্মফেয়ার আমাকে দেওয়া মনোনয়ন তুলে নিলো। তাদের দুর্নীতির বিরুদ্ধে এ লড়াইয়ে যারা আমার পাশে ছিলেন তাদের অনেক অনেক ধন্যবাদ।

‘তবে মনোনয়ন তুলে নিলেও ওরা আমাকে আইনি পদক্ষেপ নেওয়া থেকে আটকাতে পারবে না। আমার চেষ্টাই হলো, অনৈতিক অ্যাওয়ার্ড শো-গুলোকে বন্ধ করা। তোমাদের সঙ্গে আদালতে দেখা হচ্ছে ফিল্মফেয়ার।’

আইএ/ ২২ আগস্ট ২০২২

Back to top button