ইউরোপ

গাড়ি বিস্ফোরণে নিহত দুগিন কন্যা নিয়ে নতুন তথ্য জানাল রাশিয়া

মস্কো, ২২ আগস্ট – গাড়ি বিস্ফোরণে রবিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সহযোগী আলেকজান্ডার দুগিনের কন্যা দারিয়া দুগিনা নিহত হন। এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করে রুশ নিরাপত্তা কর্তৃপক্ষ। তদন্ত কমিটি এই হত্যাকাণ্ড নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে।

মস্কোর নিরাপত্তা কর্মকর্তারা দাবি করেছেন, দুগিনা যেখানে বসবাস করতেন সেখানে ইউক্রেন থেকে আসা অভিযুক্ত ব্যক্তি বাসা নেয়। অভিযুক্ত ইউক্রেনের নাগরিক দুগিনার চলাফেরা, জীবনযাপনসহ যাবতীয় তথ্য সংগ্রহ করেন।

রুশ নিরাপত্তা কর্মকর্তাদের বক্তব্য, সন্দেহভাজন ব্যক্তি মস্কোর বাইরে দুগিনার অনুষ্ঠান ফলো করে। সেখানে দায়রা দুগিনা ও তার বাবা সম্মানিত অতিথি ছিলেন। অনুষ্ঠান থেকে ফেরার পথে বোমার বিস্ফোরণে ঘটনাস্থলেই নিহত হন দুগিনা।

আলেকজান্ডার দুগিন পুতিনের মস্তিষ্ক হিসেবে পরিচিত। ২০১৪ সালে বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে কট্টর জাতিয়তাবাদী দুগিন বলেছিলেন, ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ অনিবার্য। রাশিয়ার নৈতিক কর্তৃত্ব রক্ষায় পুতিনকে তিনি ইউক্রেনে সামরিক হস্তক্ষেপ করারও আহ্বান জানান।

সূত্র: বিডি প্রতিদিন
এম ইউ/২২ আগস্ট ২০২২

Back to top button