ইউক্রেন যুদ্ধ পুতিনের দুঃস্বপ্নে পরিণত হয়েছে
লন্ডন, ২২ আগস্ট – ইউক্রেন নিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমি পুতিন যা ভেবেছিলেন, এখন তার উল্টোটা হচ্ছে। যুক্তরাজ্যের সাবেক সেনাপ্রধান লর্ড রিচার্ড ডেনাট স্কাই নিউজে এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন।
ব্রিটিশ এই সাবেক সেনাপ্রধান বলেন, ইউক্রেনে ভ্লাদিমির পুতিন যা ভেবেছিলেন তার উল্টোটা হচ্ছে। এটা সম্ভবত পুতিনের জন্য সর্বোচ্চ খারাপ পরিস্থিতি, তার জন্য দুঃস্বপ্ন।
রিচার্ড ডেনাট আরও বলেন, ছয় মাস আগে ২৪ ফেব্রুয়ারি– আন্তর্জাতিক গণমাধ্যমগুলো আশঙ্কা করছিল, বেলারুশ থেকে বিদ্যুৎ গতিতে রাজধানী কিয়েভে হামলা করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কিকে হটিয়ে দেওয়া হবে, কিয়েভের সরকার পরিবর্তন করে ফেলা হবে এবং ইউক্রেন রাশিয়ার অধীনে চলে আসবে।
ব্রিটিশ সেনাপ্রধান বলেন, অবশ্য তা হয়নি। যার অর্থ, রুশ সেনারা যা করার চেষ্টা করেছিল তার সামান্যই করতে পেরেছে।
সূত্র: বিডি প্রতিদিন
এম ইউ/২২ আগস্ট ২০২২