সরকারকে প্রতিহত করতে লাঠি তৈরি করতে হবে
লালমনিরহাট, ২২ আগস্ট – বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু বলেছেন, সরকারের হাতে আর বেশি সময় বাকি নেই, তাই সরকারের মন্ত্রীরা পাগলের মতো বক্তব্য দেন। নিজের নেতাকে তারা জাহান্নামে পাঠিয়ে দেন। দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে সরকার দেশকে জাহান্নামে পরিণত করেছে। আর সরকারের মন্ত্রী বলেন আমরা নাকি বেহেস্তে আছি। তারা কি বেহেস্ত আর জাহান্নাম বোঝে?
সোমবার লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়িতে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ভোলায় ছাত্রদল নেতা নিহত, দেশব্যাপী লোডশেডিং ও পণ্যদ্রব্যের ঊর্ধ্বগতিসহ নানা অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে সদর উপজেলা বিএনপি এই বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিলের আয়োজন করে।
আসাদুল হাবিব দুলু বলেন, এই সরকারকে প্রতিহত করতে আমাদের লাঠি তৈরি করতে হবে। এরা মুখের কথায় মনের ভাষা বুঝবে না। আমাদের নেতা ডাক দিলে আমাদের রাজপথ দখল করতে হবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সম্পাদক হাফিজুর রহমান বাবলা ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম মমিনুল হকসহ জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
সূত্র: বিডি প্রতিদিন
এম ইউ/২২ আগস্ট ২০২২