ইমরানের গ্রেপ্তার ঠেকাতে তার বাড়ির বাইরে সমর্থকদের অবস্থান
ইসলামাবাদ, ২২ আগস্ট – পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেপ্তার ঠেকাতে শত শত সমর্থক তার বাড়ির বাইরে জড়ো হয়েছেন। খবর রয়টার্সের।
ইমরান খানের রাজনৈতিক দল পিটিআই জানিয়েছে, সোমবার সকাল থেকেই রাজধানীতে অবস্থিত তার বাসভবন হিলটপ ম্যানশনের বাইরে সমর্থকরা আসতে শুরু করেন। তারা সন্ত্রাসবিরোধী অভিযোগের মামলায় ইমরানের গ্রেপ্তার ঠেকাতে অঙ্গীকার করেছেন।
উসকানি দেয়ার অভিযোগে ইমরান খানের এক সহযোগীকে আটক করা হয়েছিল। তাকে আটক করার কারণে শনিবার একটি জনসভায় ইসলামাবাদের পুলিশ প্রধান এবং একজন নারী বিচারকের নিন্দা করেন ইমরান খান।
রাষ্ট্রের কর্মকর্তাদের বিরুদ্ধে হুমকি দিয়ে ইমরান খান সন্ত্রাসবাদবিরোধী আইন ভঙ্গ করেছেন অভিযোগ করে পুলিশ তার বিরুদ্ধে মামলা ঠুকে দেয়।
আন্দোলনকারীদের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বিরুদ্ধে স্লোগান দেয়।
ইমরানের মন্ত্রিসভার সাবেক এক মন্ত্রী আলী আমিন গান্ধাপুর টুইটারে হুমকি দেন যে, ‘যদি ইমরান খানকে গ্রেপ্তার করা হয়, আমরা গণক্ষমতার মাধ্যমে ইসলামাবাদের নিয়ন্ত্রণ নিয়ে নেব।
পার্টির অনেক নেতাকর্মীই সমর্থকদের প্রতি গণ-আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন।
আরেক সাবেক মন্ত্র ও সহকর্মী মুরাদ সায়েদ দেশটির এক টেলিভিশন চ্যানেলকে বলেন, পুলিশ ইমরানকে গ্রেপ্তারের নির্দেশ জারি করেছে।
তবে পুলিশ এই অভিযোগ অস্বীকার করেছে।
গত এপ্রিল মাসে একটি অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বিদায় নিতে হয় ইমরান খানকে। এরপর থেকেই তিনি নতুন নির্বাচনের দাবি আসছেন।
সূত্র: দেশ রূপান্তর
এম ইউ/২২ আগস্ট ২০২২