কাটেনি অনিশ্চয়তা, এক্স-রে দেখেই সোহানের বিষয়ে সিদ্ধান্ত
ঢাকা, ২২ আগস্ট – নুরুল হাসান সোহান কি এশিয়া কাপ খেলতে পারবেন? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আঙুলে ফ্র্যাকচার হওয়া এ উইকেটরক্ষক ব্যাটারের সর্বশেষ অবস্থা কী? ভক্ত-সমর্থকদের কৌতুহলের অন্ত নেই।
এদিকে সোহান খেলতে না পারলে তার বদলে বাড়তি উইকেটরক্ষক নেওয়া হবে কি না? তা নিয়েও রয়েছে রাজ্যের জল্পনাকল্পনা। কারণ লিটন দাস নেই। এনামুল হক বিজয় থাকার পরও রোববার প্রথম প্রস্তুতি ম্যাচে কিপিং করেছেন মুশফিকুর রহিম। বিজয় সীমানার আশপাশে ফিল্ডিং করেছেন।
তবে প্রস্তুতি ম্যাচটি না খেললেও ঠিকই ম্যাচে ছিলেন নুরুল হাসান সোহান। খেলার একপর্যায়ে তাকে সীমানার ধারে ফিল্ডিং করা ফিল্ডারদের পানি পান করাতে দেখা গেছে। বাঁ হাতে ব্যান্ডেজ, অন্য হাতে পানির বোতল নিয়ে বাউন্ডারির দড়ির বাইরে দিয়ে হেটে ড্রেসিংরুমে ঢুকলেন নুরুল হাসান সোহান।
এটুকু শুনে হয়তো মনে হতে পারে সোহান সুস্থ হয়ে উঠছেন এবং তার ফ্র্যাকচার হওয়া আঙুলের অবস্থা ভালো। আসলে তা নয়। সোহানের সর্বশেষ অবস্থা জানাতে পারেননি বিসিবি প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীও।
দেবাশীষ চৌধুরী জানান, সোমবার সোহানের আঙুলের এক্স-রে করা হবে। এক্স-রের পর বলা যাবে তার আঙুলের সর্বশেষ অবস্থা কী? তখন অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: জাগোনিউজ
আইএ/ ২২ আগস্ট ২০২২