জাতীয়

আওয়ামী লীগের প্রতি পুলিশ বাহিনীর একটা দুর্বলতা আছে: ভূমিমন্ত্রী

চট্টগ্রাম, ২১ আগস্ট – চট্টগ্রামে পুলিশকে উদ্দেশ্য করে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, ‘অনেক থানায় মানুষ হয়রানির শিকার হন। ওখান থেকে বেরিয়ে আসতে হবে। দেশকে ভালোবাসতে হবে, জনগণকে ভালোবাসতে হবে এবং জনগণকে শান্তিতে রাখতে হবে। আপনারা ভালো কাজ করছেন। আরও ভালো কাজ করতে হবে। সর্বোচ্চ সেবা দিতে হবে। যাতে জনগণ একটু ভালোভাবে থাকতে পারে। আপনাদের নিয়ে বিশেষ চিন্তা আছে প্রধানমন্ত্রীর, এটা আমরা লক্ষ্য করেছি।

তিনি বলেছেন, ‘৭৫ পরবর্তী সময়ে একটি বিষয় লক্ষ্য করেছিলাম, পুলিশ বাহিনীর আওয়ামী লীগের প্রতি একটা দুর্বলতা কিন্তু আছে। যখন যে সরকার ক্ষমতায় থাকে, পুলিশ বাহিনী অবশ্যই তাদের আদেশ-নির্দেশ প্রতিপালন করে। কিন্তু আমি দেখেছি, সেসময় পুলিশের কোনো কোনো কর্মকর্তা গোপনে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন, বিভিন্নভাবে সহযোগিতা করছেন। দেশের মুক্তিযুদ্ধে পুলিশ বাহিনীর বড় অবদান আছে। আর মুক্তিযুদ্ধে যে দলটি নেতৃত্ব দিয়েছে, সেই আওয়ামী লীগ ২১ বছরের কঠিন দুঃসময় পার করার ক্ষেত্রে পুলিশের সহযোগিতা পেয়েছে, এটা আমি স্বীকার করছি। এ জন্য আমরা কৃতজ্ঞ।’

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার (২০ আগস্ট) দুপুরে দামপাড়ায় পুলিশ লাইন্সে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উদ্যোগে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মন্ত্রী।

সাইফুজ্জামান চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধু আমাদের জন্য যা দিয়ে গেছেন, আমাদের প্রত্যেকের উচিৎ প্রতিদিন বঙ্গবন্ধু এবং তার পরিবারের জন্য দোয়া করা। এ শোককে শক্তিতে রূপান্তর করে আমাদের ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমাদের কাজ করে যেতে হবে।’

১৫ আগস্টের সেই কালোরাতকে স্মরণ করে মন্ত্রী বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী যদি সেদিন বেঁচে না থাকতেন, তিনি যদি বিদেশে চলে না যেতেন, তাহলে তার ক্ষেত্রেও একই পরিণতি হতো। যে ভুল তথ্য দিয়ে ইতিহাসকে বিকৃত করা হয়েছিল, তা আর সংশোধন হতো না। দেশের উন্নয়ন হতো না। বই-পুস্তকে ভুল তথ্য দেওয়া হয়েছিল, ভুল তথ্য পড়ানো হয়েছিল। ১৯৯৬ সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, তখন থেকে ধীরে ধীরে বই-পুস্তকে সঠিক ইতিহাস তুলে ধরা হয়েছে। পরবর্তী প্রজন্মকে কেউ চাইলেও এখন আর জোর করে ভুল পথে নিতে পারবে না।’

সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়ের সভাপতিত্বে আলোচনাসভায় বিশেষ অতিথি ছিলেন— চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের চট্টগ্রাম মহানগর ইউনিটের কমান্ডার মোজাফ্ফর আহমদ, জেলা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এ কে এম সরোয়ার কামাল দুলু প্রমুখ।

আলোচনাসভায় সিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ, অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) আ স ম মাহতাব উদ্দিনসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, সিএমপি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

সূত্র: জাগোনিউজ
আইএ/ ২১ আগস্ট ২০২২

Back to top button