ইসলাম

এক মিনিটে অনেক সওয়াব

এক মিনিটে আপনি সুরা ইখলাস (কুল হুওয়াল্লাহু আহাদ) মনে মনে দ্রুতগতিতে ২০ বার পড়তে পারেন। এই সুরা একবার পাঠ করলে কোরআন শরিফের এক-তৃতীয়াংশ পড়ার সমান সওয়াব পাওয়া যায়। তাই আপনি যদি এই সুরা ২০ বার পাঠ করেন, তাহলে তা সাতবার কোরআন পড়ার সমতুল্য। অতএব আপনি যদি এই সুরা প্রতিদিন এক মিনিটে ২০ বার পাঠ করেন, তাহলে মাসে আপনার ৬০০ বার পাঠ করা হয় এবং বছরে সাত হাজার ২০০ বার পাঠ করা হয়; যার সওয়াব দুই হাজার ৪০০ বার সম্পূর্ণ কোরআন পড়ার সমতুল্য।

আইএ

Back to top button