মধ্যপ্রাচ্য

তুরস্কে পর পর দুর্ঘটনা, গেল ১৬ প্রাণ

আঙ্কারা, ২০ আগস্ট – তুরস্কে এক সড়ক দুর্ঘটনার স্থলেই ঘটেছে ফের দুর্ঘটনা। এতে প্রাণ হারিয়েছেন ১৬ জন। নিহত লোকদের মধ্যে রয়েছেন জরুরি সেবা বিভাগের কর্মী ও খবর সংগ্রহে যাওয়া সাংবাদিক।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, পেশাগত দায়িত্ব পালনে দক্ষিণ-পশ্চিম তুরস্কের গাজিয়ানতেপ শহরের কাছের মহাসড়কের এক দুর্ঘটনাস্থলে গিয়েছিলেন সাংবাদিক ও জরুরি সেবা কর্মীরা।

এ সময় সেখানে ফের একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে। আর এতেই প্রাণ হারান ১৬ জন।
আঞ্চলিক গভর্নর দাভুত গুল বলেন, মৃতদের মধ্যে তিনজন অগ্নি নির্বাপক কর্মী, চার জন জরুরি স্বাস্থ্য সেবা কর্মী এবং গণমাধ্যমের দু’জন ড্রোন চালনাকারী রয়েছেন।

দাভুত গুল আরো বলেন, ‘সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে এখানে একটি যাত্রীবাহী বাস দুূর্ঘটনার কবলে পড়ে। …দমকল বাহিনী, চিকিত্সা দল এবং অন্যান্য সহকর্মী যখন ওই দুর্ঘটনার উদ্ধারকাজে ব্যস্ত ছিলেন, তখন ২০০ মিটার পেছনেই আরো একটি বাস দুর্ঘটনায় পড়ে। দ্বিতীয় বাসটি গড়িয়ে গিয়ে আগের ঘটনায় সেখানে যাওয়া উদ্ধারকর্মী ও মাটিতে পড়ে থাকা আহতদের ওপর আঘাত করে। ’

সূত্র: রয়টার্স
এম ইউ/২০ আগস্ট ২০২২

Back to top button