লক্ষীপুর

কামরুজ্জামান একজন কর্মদক্ষ পুলিশ সুপার ছিলেন: আনোয়ার খান এমপি

লক্ষ্মীপুর, ২০ আগস্ট – লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান বলেছেন, পুলিশ বাহিনীর কাজ অত্যন্ত দায়িত্বপূর্ণ ও সম্মানের। বাহিনীর কাজে নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জ রয়েছে। সব প্রতিকূলতা মোকাবিলা করে সফলতা অর্জন করেছেন লক্ষ্মীপুরের পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান। তিনি ছিলেন একজন কর্মদক্ষ পুলিশ সুপার।

শনিবার রাতে লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামানের পদোন্নতিজনিত বিদায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নাগরিক কমিটির আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তিনি বলেন, লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও পুলিশ সুপার দুইজনে সমন্বয় করে জেলার শান্তিশৃঙ্খলা বজায় রেখেছেন। পুলিশ সুপারের সংবর্ধনা এক মিলনমেলায় পরিণত হয়েছে। এতে বোঝা যাচ্ছে তিনি (এসপি) অত্যান্ত জনপ্রিয়ও ছিলেন।
লক্ষ্মীপুরের জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান, লক্ষ্মীপুর পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, রামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, পুনাকের সভানেত্রী কাজী বন্যা আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) পলাশ কান্তি নাথ, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলাল, রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ ক ম রুহুল আমিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কমিউনিটি পুলিশিং সেলের সাধারণ সম্পাদক জাকির হোসেন ভূইয়া আজাদ।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২০ আগস্ট ২০২২

Back to top button