জাতীয়

২১ আগস্ট ঘিরে ডিএমপির বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

ঢাকা, ২০ আগস্ট – ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে বাংলাদেশ আওয়ামী লীগ নানা কর্মসূচি হাতে নিয়েছে। এদিন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়সহ রাজধানীর বিভিন্ন এলাকায় গুরুত্বপূর্ণ কর্মসূচি পালিত হবে। এসব কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা মেট্রোপলিটন (ডিএমপি) পুলিশ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

গৃহীত নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণের অংশ হিসেবে শনিবার (২০ আগস্ট) বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শনে যান ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।
গৃহীত নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে তিনি আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।

২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে নারকীয় গ্রেনেড হামলা চালানো হয়। বঙ্গবন্ধুকন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে ওই গ্রেনেড হামলা চালানো হয়। ওই হামলায় আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। গ্রেনেডের স্লিন্টারের আঘাতে আহত হন কয়েকশ নেতাকর্মী।

সূত্র: জাগোনিউজ
আইএ/ ২০ আগস্ট ২০২২

Back to top button