কুড়িয়ে পাওয়া ৫ লাখ টাকা ফেরত দিতে শহরজুড়ে মাইকিং
ঠাকুরগাঁও, ২০ আগস্ট – ঠাকুরগাঁও – পঞ্চগড় মহাসড়কে একটি ব্যাগে প্রায় পাঁচ লাখ টাকা কুড়িয়ে পাওয়ার পর প্রকৃত মালিকের খোঁজে মাইকিং করে প্রশংসায় ভাসছেন সৌরভ নামে এক যুবক। শনিবার (২০ আগস্ট) সকাল থেকে টাকার মালিক খুঁজতে শহড়জুড়ে চলছে এই মাইকিং। মাইকিং বের হওয়ার পর সোশাল মিডিয়া ফেসবুকেও চলছে তুমুল আলোচনা। সৌরভ ঠাকুরগাঁও শান্তিনগর এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
তিনি পেশায় একজন কোকারিজ ব্যবসায়ী।
জানা গেছে, বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকেলে ঠাকুরগাঁও -পঞ্চগড় মহাসড়কে রাস্তার ধারে একটি ব্যাগ পরে থাকতে দেখেন সৌরভ। ব্যাগ খুলে সেখানে প্রায় পাঁচ লাখ টাকা দেখতে পান তিনি। টাকার সন্ধানে কেউ আসবে বা শহর জুড়ে মাইকিং হবে এমনটা ভেবে অপেক্ষায় ছিলেন। কিন্তু ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও টাকার মালিকের কোন সন্ধান মেলেনি। অবশেষে শনিবার নিজেই মালিকের সন্ধানে মাইকিং বের করেন। আর এই মাইকিং বের হওয়ার পর থেকেই জেলা জুড়ে প্রশংসার জোয়ারে ভাসছেন তিনি।
সৌরভ বলেন, মহাসড়কে ব্যাগ ভর্তি টাকা কুড়িয়ে পাই। এই টাকা হতে পারে কারো প্রয়োজনীয়। তাই টাকার প্রকৃত মালিককে তার টাকা ফেরত দে্ওয়া উচিত। এই চিন্তা থেকে মাইকিং করে মালিককে খোঁজা হচ্ছে। টাকার প্রকৃত মালিক কে উপযুক্ত প্রমাণ নিয়ে ঠাকুরগাঁও স্টেডিয়ামের সামনে মদিনা মেশিনারিজ দোকানে এসে যোগাযোগ করতে বলা হচ্ছে।
এই ঘটনায় ঠাকুরগাঁও সদর থানার ওসি কামাল হোসেন জানান, টাকা হারিয়েছে জানিয়ে কেউ এখনও আমাদের কাছে কোন জিডি করেনি। তাই টাকার মালিকের বিষয়ে এখনও আমরা কোন সহায়তা করতে পারছি না। তবে টাকার মালিক খোঁজার এই অভিনব ঘটনাটি প্রশংসনীয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো. সামসুজ্জামান জানান, কেউ টাকা কুড়িয়ে পেয়ে ফেরত দিতে মাইকিং করে এটা তিনি প্রথম শুনছেন। বিষয়টি অবশ্যই প্রশংসনীয়। যিনি টাকা কুড়িয়ে পেয়েও ফেরত দিতে চাচ্ছেন তিনি অবশ্যই একজন মানবিক ব্যক্তি। তার জন্য অনেক শুভ কামনা রইল।
সূত্র: কালের কণ্ঠ
এম ইউ/২০ আগস্ট ২০২২