জাতীয়

একের পর এক চাকরির প্রস্তাব পাচ্ছেন ঢাবি ছাত্র রবি

ঢাকা, ১৯ আগস্ট – ফেসবুকে সম্প্রতি নিজের চা-শ্রমিক মাকে নিয়ে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সন্তোষ রবি দাস। জানিয়েছিলেন তার মায়ের অক্লান্ত পরিশ্রম ও ত্যাগের কথা। এর পরই সেটি ভাইরাল হয়।

এখন তিনি বিভিন্ন চাকরির প্রস্তাব পাচ্ছেন। বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছে রবি নিজেই।

রবি বলেন, ‘স্নাতকোত্তর শেষ করার পর বিসিএসসহ বিভিন্ন ব্যাংকের নিয়োগ পরীক্ষা দিয়েছি। প্রাইমারি পরীক্ষায় লিখিততে উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষাও দিয়েছি। কিন্তু কোনোটারই ফল প্রকাশ হয়নি। আমার পোস্ট ভাইরাল হওয়ার পর জেলা প্রশাসনসহ বিভিন্ন জায়গা থেকে আমাকে চাকরির প্রস্তাব দেওয়া হচ্ছে।’

ঢাবির এই ছাত্র আরও বলেন, আমার সঙ্গে জেলা প্রশাসন থেকেও যোগাযোগ করা হয়েছে। হয়ত কোনো উচ্চ বিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকতার প্রস্তাব থাকতে পারে। আগামী রোববার বাড়ি গেলে জানতে পারব। এছাড়া আরও কিছু ব্যক্তি ও কোম্পানির পক্ষ থেকে চাকরি দিতে বায়োডাটা চাওয়া হয়েছে।

সূত্র: আমাদের সময়
এম ইউ/১৯ আগস্ট ২০২২

Back to top button