দক্ষিণ এশিয়া

১৮ জেলেসহ বঙ্গোপসাগরে ডুবল ভারতের ট্রলার

নয়াদিল্লি, ১৯ আগস্ট – বঙ্গোপসাগরে ডুবে গেছে ভারতীয় জেলেদের একটি ট্রলার। ট্রলারটিতে ছিলেন ১৮ জন জেলে। বর্তমানে তারা নিখোঁজ বলে জানাচ্ছে মৎস্যজীবী সংগঠন।

জানা যায়, মঙ্গলবার কাকদ্বীপ থেকে রওনা দেয় ট্রলার এফবি সত্যনারায়ণ। দুর্যোগের পূর্বাভাস পেয়ে ফেরার পথেই কেঁদো দ্বীপ থেকে ১২ কিলোমিটার দূরে উলটে যায় ট্রলারটি।

জেলেদের সংগঠনের সূত্র জানানো হয়েছে, দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা কাকদ্বীপ থেকে প্রায় শতাধিক ট্রলার বঙ্গোপসাগরে যায়। কিন্তু সমুদ্রে নিম্নচাপ সৃষ্টি হওয়ায় জেলেদের সমুদ্রযাত্রার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়। গভীর সমুদ্র থেকে দ্রুত ফিরে আসছিল ট্রলারগুলো। যারা ফিরতে পারছিল না তারা আশ্রয় নিচ্ছিল কেঁদো দ্বীপে।

জানা যায়, অন্য ট্রলারগুলি দ্রুত ফিরে এলেও বেশ খানিকটা দেরি করে এম ভি সত্যনারায়ণ। সমুদ্রের মধ্যে ট্রলারটি প্রবল দুর্যোগের মুখে পড়ে। পরে দ্বীপের ১২ কিলোমিটার দূরে চরে ধাক্কা লেগে ফুটো হয়ে যায় ট্রলার। এরপর একপাশ কাত হয়ে ডুবতে শুরু করে।

এদিকে ট্রলার ডুবির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আরও বেশ কয়েকটি উদ্ধারকারী ট্রলার ও কোস্ট গার্ড।

দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু হলেও আবহাওয়ার বিরূপ প্রভাবের জন্য তা বাধাগ্রস্ত হচ্ছে।

উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে না পারায় এখনো কোনো জেলেকে উদ্ধার করা সম্ভব হয়েছে কিনা তা জানা যায়নি।

সূত্র: সমকাল
এম ইউ/১৯ আগস্ট ২০২২

Back to top button