নোয়াখালী

জোয়ারে নিঝুম দ্বীপে ভেসে এলো বিদেশি জাহাজের বার্জ

নোয়াখালী, ১৯ আগস্ট – নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুম দ্বীপে বিদেশি জাহাজ ‘আল কুবাতনের’ বার্জের অংশবিশেষ ভেসে এসেছে। গত শনিবার থেকে বঙ্গোপসাগরে লঘুচাপ ও দক্ষিণাঞ্চলের ওপর সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে জোয়ারের পানিতে এটি ভেসে আসে বলে ধারণা করা হচ্ছে।

নিঝুম দ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আবছার দিনাজ বলেন, ‌‌‘জোয়ারে নিঝুম দ্বীপের দক্ষিণের চরে একটি বার্জ ভেসে এসেছে। গত কয়েক দিন ধরে জোয়ারের পানি নেমে যাওয়ায় বার্জটি সেখানে আটকে যায়। বার্জটিতে কোনও মালামাল নেই। স্থানীয় লোকজন সেটি দেখার জন্য ভিড় করছেন।’

তিনি আরও বলেন, ‘নাবিকবিহীন এই নৌযানটির ওপরের অংশ খোলা। সম্ভবত ভোলায় যে বার্জটি ভেসে এসেছে এটি তার অংশবিশেষ। আমরা বিষয়টি প্রশাসনকে অবহিত করেছি।’

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কে এম শাফিউল কিঞ্জল বলেন, ‘ভোলার চরফ্যাশন ও মনপুরার সীমান্তবর্তী ঢালচর ইউনিয়নের চরনিজাম সংলগ্ন বঙ্গোপসাগরের মোহনায় আটকে থাকা বার্জের অংশবিশেষ নিঝুম দ্বীপে আটকে আছে। কোস্টগার্ড গত কয়েকদিন থেকে এটি পাহারা দিচ্ছে। নিঝুম দ্বীপে আটকে থাকা বার্জটির বিষয়ে স্থানীয় প্রশাসন ও নৌ-পুলিশকে জানানো হয়েছে।’

সূত্র: বাংলা ট্রিবিউন
আইএ/ ১৯ আগস্ট ২০২২

Back to top button