তামিলনাডুতে হলুদ পিঁপড়ার জ্বালায় অতিষ্ঠ কৃষক
চেন্নাই, ১৯ আগস্ট – ভারতের তামিলনাডু রাজ্যের সাতটি গ্রামের বাসিন্দারা হলুদ রঙের একজাতীয় পিঁপড়ার অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছেন। গ্রামবাসীরা বলছেন, এই অদ্ভূত পিঁপড়া তাদের গবাদিপশু ও ফসল বিপন্ন করছে।
আন্তর্জাতিক প্রকৃতি সুরক্ষা সংস্থা (আইইউসিএন) বলছে, হলুদ প্রজাতির এই পিঁপড়া বিশ্বের সবচেয়ে ক্ষতিকর ও আক্রমণাত্মক প্রজাতিগুলোর একটি। এরা কামড়ায় না কিন্তু ফরমিক এসিড নিক্ষেপ করে যা শরীরে প্রতিক্রিয়া তৈরি করে।
সাধারণত গ্রীষ্মমণ্ডলীয় ও উপ-ক্রান্তীয় অঞ্চলে এসব পিঁপড়ার বসবাস। এরা এলোমেলো ও সমন্বয়হীনভাবে চলাফেরা করে। চলাফেরায় বাধা দেওয়া হলে এরা আরো সক্রিয় হয়ে ওঠে। এ পিঁপড়ারা বংশবৃদ্ধিও করতে পারে খুব দ্রুত। তারা মানুষের জীবনযাত্রার বড় ক্ষতি করতে পারে।
পিঁপড়ার আক্রমণে দিশেহারা এলাকাগুলো তামিলনাডুর পাহাড়ি অঞ্চলে। দিন্দিগুল জেলার কারানথামালাই বনাঞ্চলের আশেপাশে এই গ্রামগুলোর অবস্থান। এসব এলাকার সিংহভাগ মানুষ কৃষক।
সূত্র: কালের কন্ঠ
আইএ/ ১৯ আগস্ট ২০২২