ঢালিউড

ভক্তদের ৫ ওয়াক্ত নামাজ পড়ার আহ্বান ওমর সানীর

ঢাকা, ১৮ আগস্ট – ‘আমাকে যারা ফলো করেন তারা প্লিজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন’- এমনই আহ্বান জানালেন ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনেতা ওমর সানী। বৃহস্পতিবার সকালে ফেসবুক পোস্টে এ আহ্বান জানান ‘আখেরি হামলা’খ্যাত এই অভিনয়শিল্পী।

ওমর সানী বলেন, ‘আমাকে যারা ফলো করেন তারা প্লিজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন, আমি চেষ্টা করি খুব ভালোভাবে ইনশাআল্লাহ। আমরা কেউ-ই পৃথিবীতে স্থায়ীভাবে থাকব না, তাই নামাজটা শুরু করেন, প্লিজ!’

এই অভিনেতা বলেন, ‘আমার দাদা, দাদি বেঁচে নাই, বাবা, মা নাই, আত্মীয়-স্বজনের অধিকাংশই নাই।

আপনার হয়তো আছে, ভবিষ্যতে থাকবে না। অতএব, আমরা যা-ই করি না কেন, নামাজটা জরুরি!’
ফেসবুক হ্যান্ডেলে সক্রিয় ওমর সানীর এই পোস্টকে নেটিজেনদের অনেকেই সময়ের সেরা পোস্ট হিসেবে আখ্যায়িত করেছেন। অনেকেই নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করবেন বলে তাকে কথা দেন।

অবশ্য একজন নেট নাগরিক লিখেছেন, নামাজের ক্ষেত্রে চেষ্টা না, নামাজের সময় অবশ্যই অন্য সব কাজ ছেড়ে নামাজ আদায় করতেই হবে। কারণ নামাজ সর্বশ্রেষ্ঠ ইবাদত। তাই নামাজের ক্ষেত্রে চেষ্টা বললে নামাজকে ছোট করা হয়।

এম ইউ/১৮ আগস্ট ২০২২

Back to top button