করোনা টিকা নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না, রামদেবকে দিল্লি হাইকোর্ট
নয়াদিল্লি, ১৮ আগস্ট – করোনা টিকা ও অ্যালোপ্যাথি ওষুধ নিয়ে জনগণকে বিভ্রান্ত করার বিষয়ে যোগগুরু রামদেবকে সতর্ক করল দিল্লি হাইকোর্ট। বুধবার (১৭ আগস্ট) দিল্লি হাইকোর্ট রামদেবকে সতর্কবার্তা দিয়ে বলে পতঞ্জলির করোনিল ওষুধের প্রচার করার জন্য যেন তিনি করোনা টিকা ও অ্যালোপ্যাথি ওষুধ সম্পর্কে বিভ্রান্তিমূলক কথা না বলেন।
দিল্লি হাইকোর্টের বিচারপতি অনুপ জয়রাম ভম্ভানি বলেন, আপনি আপনার শিষ্য এবং অনুগামীদের স্বাগত জানাতেই পারেন। কিন্তু সরকার যা বলেছে, তার ওপর কথা বলে জনগণকে বিভ্রান্ত করবেন না। আপনার উদ্বেগ হলো আয়ুর্বেদের সুনাম রক্ষা করা। অ্যালোপ্যাথির বিরুদ্ধে কাউকে বিভ্রান্ত করা নয়।
করোনা টিকার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে জনসাধারণকে বিভ্রান্ত করার অভিযোগ এনে রামদেবের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিল চিকিৎসকদের বিভিন্ন সংগঠন। সে মামলার শুনানি চলাকালীনই এ মন্তব্য করেছেন বিচারপতি ভম্ভানি।
অতিমারি আবহে রামদেব দাবি করেছিলেন, কোরোনিল কোভিড-১৯ ভাইরাস থেকে পুরোপুরিভাবে সুরক্ষা দিতে সক্ষম। একই সঙ্গে একটি ভিডিওতে তিনি করোনার টিকা ও এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন করেন। এর পরই রামদেবের বিরুদ্ধে সরব হন চিকিৎসক সংগঠনগুলি।
সূত্র: জাগো নিউজ
এম ইউ/১৮ আগস্ট ২০২২