এশিয়া

চীনে দাবদাহে বিদ্যুৎ বন্ধ

বেইজিং, ১৮ আগস্ট – তীব্র দাবদাহের কারণে চীনের সিচুয়ান প্রদেশে ধারাবাহিক লোডশেডিং শুরু হয়েছে। বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটনায় গতকাল বুধবার থেকে সেখানকার কর্তৃপক্ষকে এই সিদ্ধান্ত নিতে হচ্ছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সাম্প্রতিক সময়ে সিচুয়ানে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পার হয়েছে। অনেক জায়গায় শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবহার বেড়ে গেছে। ওই এলাকায় বিদ্যুৎ উৎপাদনের জন্য বাঁধের ওপর নির্ভর করা হয়। কিন্তু অনেক জলাধার শুকিয়ে যাওয়ায় বিদ্যুৎ সমস্যা প্রকট হয়েছে।

সিচুয়ানের ৫৪ লাখের বেশি জনসংখ্যার শহর ডাজহাওতে তিন ঘণ্টার বেশি বিদ্যুৎ থাকছে না। প্রয়োজনে আরও বেশি লোডশেডিংয়ের কথা বলছে কর্তৃপক্ষ। সিচুয়ানের ২১টি শহরের মধ্যে ১৯টিকে শনিবার পর্যন্ত শিল্পকারখানায় উৎপাদন বন্ধ রাখতে বলা হয়েছে।

সূত্র: আমাদের সময়
আইএ/ ১৮ আগস্ট ২০২২

Back to top button