শিক্ষা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সপ্তাহে ৩ দিন বন্ধ

রংপুর, ১৭ আগস্ট – বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে জানানো হয়েছে, বিদ্যুৎ ও জ্বালানি চলমান সংকট মোকাবেলায় প্রতি বৃহস্পতিবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এতে সাপ্তাহিক দুই দিন ছুটির সঙ্গে আরও এক দিন যোগ হলো।

সোমবার সন্ধ্যায় উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশীদের সভাপতিত্বে অনলাইনে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৪১তম জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

তবে বৃহস্পতিবার অনলাইনে ক্লাস চালু থাকবে এবং সব ধরনের পরীক্ষা সশরীরে অনুষ্ঠিত হবে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৭ আগস্ট ২০২২

Back to top button