সিলেট

চা শ্রমিকের মজুরি বৃদ্ধির দাবিতে শাবিতে মানববন্ধন

সিলেট, ১৬ আগস্ট – চা শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবিতে মানববন্ধন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জোটের সমন্বয়ক ইফরাতুল হাসান রাহিমের সঞ্চালনায় বক্তব্য দেন- দিক থিয়েটারের সভাপতি আব্দুল বাছিত সাদাফ, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আসিফ মাহমুদ এবং চা শ্রমিকের প্রতিনিধি ও বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রুপালি পাল।

এ সময় বক্তারা বলেন, নানা অজুহাতে মালিকরা শ্রমিকদের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত করছেন। দীর্ঘদিন ধরে চা শ্রমিকরা দৈনিক ১২০ টাকা মজুরিতে কাজ করে যাচ্ছেন। এটি তাদের প্রতি জুলুম। বর্তমান বাজারদরের ঊর্ধ্বগতিতে এ টাকায় দিনযাপন করা কীভাবে সম্ভব? তাদের প্রতি এমন অমানবিক আচরণ কোনোভাবেই কাম্য নয়। আমরা চা-শ্রমিকদের এ যৌক্তিক আন্দোলনের সঙ্গে সংহতি জানাচ্ছি।

সূত্র: জাগোনিউজ
আইএ/ ১৬ আগস্ট ২০২২

Back to top button