ইউরোপ

ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের প্রয়োজন নেই

মস্কো, ১৬ আগস্ট – রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সইগু বলেছেন, ইউক্রেনে রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো প্রয়োজন নেই।

মস্কোতে আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে রাশিয়ার এই প্রতিরক্ষামন্ত্রী অভিযোগ করেন, ইউক্রেনের সামরিক অভিযানের পরিকল্পনা করেছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। ন্যাটো পূর্ব এবং ইউরোপের কেন্দ্রে সেনা বাড়িয়েছে বলেও মন্তব্য করেন তিনি। সের্গেই সইগু বলেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়ার সমন্বয়ে গঠিত আকুস ব্লক একটি রাজনৈতিক সামরিক জোটে উন্নীত করার সম্ভাবনা ছিল।

সূত্র: গার্ডিয়ান
এম ইউ/১৬ আগস্ট ২০২২

Back to top button