আফ্রিকা

সোনায় মোড়ানো আড়াই হাজার বছর আগের ১০০ কফিন উদ্ধার

কায়রো, ১৫ নভেম্বর- মিশরের পর্যটন ও প্রত্নতত্ত্ব কর্তৃপক্ষ আড়াই হাজার বছর আগের ১০০টি কফিন উদ্ধার করেছে। কায়রোর দক্ষিণের প্রসিদ্ধ সাক্কারা নেক্রোপলিসের কবরস্থান থেকে এসব কফিন উদ্ধার করা হয়েছে।

দ্য গার্ডিয়ান জানায়, কফিনগুলোর মধ্যে বেশ কয়েকটিতে অক্ষত মমি পাওয়া গেছে যা ভালোভাবে কাপড় দিয়ে মোড়ানো। অন্তত ৪০টি কফিনে সোনার প্রলেপ দেয়া। গবেষণার জন্য কফিন ও মমিগুলো এক্স-রে ল্যাবে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন: ইথিওপিয়ায় যাত্রীবাহী বাসে বন্দুক হামলায় নিহত ৩৪

মিশরের পর্যটন ও প্রত্নতত্ত্ব মন্ত্রী খালেদ এল-আনানী বলেন, কফিনগুলো পলিমেইক শাসনামলের। তারা ৩২০ খ্রিষ্টপূর্ব থেকে ৩০ খ্রিষ্টপূর্ব পর্যন্ত প্রায় ৩০০ বছর শাসন করেছে। উদ্ধারকৃত মমি ও কফিন আমরা কায়রোর তিনটি জাদুঘরে প্রদর্শন করবো।

সূত্র: সময় টিভি

আর/০৮:১৪/১৫ নভেম্বর

সূত্র: সময় টিভি

আর/০৮:১৪/১৫ নভেম্বর

Back to top button