ঢালিউড

আমি যেমন খুশি, বাবাও তেমন খুশি

ঢাকা, ১৬ আগস্ট – শিশুশিল্পী হিসেবে শোবিজে প্রার্থনা ফারদিন দীঘির পথচলা। এখন তিনি পুরোদমে নায়িকা। ইতোমধ্যেই অভিনয় করেছেন বেশ কিছু সিনেমায়। পাশাপাশি চালিয়ে যাচ্ছেন পড়াশোনাও। এবার এই অভিনেত্রী নাম লিখেছেন সাংবাদিকতায়। আর সে খবর জানালেন দীঘি নিজেই।

তিনি জানান, গত বুধবার ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) মিডিয়া স্টাডিজ ও জার্নালিজম বিভাগে ভর্তি হয়েছেন তিনি।

দীঘির ভাষ্য, ‘ফিল্ম এন্ড মিডিয়া সম্পর্কে আরও বেশি জানতে চাই। আর এ কারণে সাংবাদিকতায় ভর্তি হয়েছি। যতবেশি জ্ঞান অর্জন করতে পারবো ততবেশি উন্নতি করতে পারবো। সাংবাদিকতা আমার জন্য এডিশনাল মজার ব্যাপার।’

তিনি আরও বলেন, ‘বাবাকে বলেছিলাম এই বিষয়ে পড়তে আগ্রহী। সে কারণে তিনি বরাবরের মতো আমার মতামতকে প্রাধান্য দিয়েছেন। আমি যেমন খুশি, বাবাও তেমন খুশি হয়েছেন।’

এর আগে, চলতি বছর রাজধানীর স্ট্যামফোর্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে ৩.৭৫ পেয়েছিলেন দীঘি। তার আগে, ২০১৯ সালে এসএসসি পরীক্ষায় স্ট্যামফোর্ড স্কুল থেকে জিপিএ ৩.৬১ পেয়েছিলেন দীঘি।

এম ইউ/১৬ আগস্ট ২০২২

Back to top button